শনিবার, ১৭ জুন, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

নেহরু মিউজিয়ামের নাম পরিবর্তন করল বিজেপি

নেহরু মিউজিয়ামের নাম পরিবর্তন করল বিজেপি

দিল্লির নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির নাম পরিবর্তন করা হয়েছে। এখন এটি প্রধানমন্ত্রী জাদুঘর ও গ্রন্থাগার নামে পরিচিত হবে। নেহরু মেমোরিয়ালের নাম পরিবর্তন করায় মোদি সরকারকে নিশানা করেছে কংগ্রেস। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, সংকীর্ণতা ও প্রতিহিংসার অন্য নাম মোদী। জানা গেছে, ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনমূর্তি কমপ্লেক্সে ভারতের সব প্রধানমন্ত্রীদের জন্য নিবেদিত একটি জাদুঘর স্থাপনের ধারণা করেছিলেন। সেটি বৃহস্পতিবার বাস্তবায়ন করা হল। ৫৯ বছরেরও বেশি সময় ধরে নেহরু মেমোরিয়াল মিউজিয়াম এবং লাইব্রেরি একটি বিশ্বব্যাপী বুদ্ধিবৃত্তিক ল্যান্ডমার্ক এবং বই এবং রেকর্ডের একটি ভান্ডার হয়েছে। তিনমূর্তি ভবন ছিল প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সরকারি আবাস। ১৯৬৪ সালের ২৭ মে পর্যন্ত আমৃত্যু তিনি এখানে বসবাস করেছিলেন। ২০২২ সালের এপ্রিলে এর নাম পরিবর্তন ও চরিত্র বদল করে ‘প্রধানমন্ত্রী সংগ্রহশালা’ রাখা হয়। এবার বদলানো হলো এনএমএমএল-এর নামও। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে নরেন্দ্র মোদি বহুবার বলেছেন, কংগ্রেসমুক্ত ভারত গড়ে তোলা তাঁর সরকারের লক্ষ্য। সেই লক্ষ্যের একটা অঙ্গ বিভিন্ন সংস্থা ও সরকারি কার্যক্রম থেকে নেহরু ও গান্ধীদের নাম মুছে দেওয়া।

সর্বশেষ খবর