শনিবার, ১৭ জুন, ২০২৩ ০০:০০ টা
ঘূর্ণিঝড় বিপর্যয়

ভারতে ব্যাপক ক্ষয়ক্ষতি

ভারতে ব্যাপক ক্ষয়ক্ষতি

আরব সাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ ভারতের গুজরাট রাজ্যের উপকূল দিয়ে স্থলে উঠে এসেছে। এর তান্ডবে বহু বৈদ্যুতিক খুঁটি ও গাছ উপড়ে পড়েছে এবং অন্তত দুজন নিহত ও ২২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় গুজরাটের সৌরাষ্ট্র ও কচ্ছ জেলার উপকূল দিয়ে ‘বিপর্যয়’ স্থলে উঠে আসে। গতকাল সন্ধ্যায় এটি রাজস্থানে উপস্থিত হওয়ার পর দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, স্থলে উঠে আসার পর ‘বিপর্যয়’ কিছুটা দুর্বল হয়ে ‘অতি প্রবল’ থেকে ‘প্রবল’ ঘূর্ণিঝড়ে পরিণত হয়। গুজরাটের কর্মকর্তারা জানিয়েছেন, ‘বিপর্যয়’-এর প্রভাবে রাজ্যজুড়ে ভারী বৃষ্টি ও দমকা বাতাসসহ ঝড় বইছে, বিভিন্ন স্থানে ৫২৪টি গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে। এতে প্রায় ৯৪০টি গ্রাম বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। কর্মকর্তারা জানান, স্থলে উঠে আসার সময় এর বাতাসের একটানা বেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৪০ কিলোমিটারের মধ্যে থাকলেও কয়েক ঘণ্টার মধ্যে কিছুটা দুর্বল হয়ে পড়ে। জানা গেছে, ঘূর্ণিঝড় বিপর্যয় আঘাত হেনেছে ভারতের গুজরাট উপকূল ও ভারত-পাকিস্তান সীমান্ত বরাবর। মূলত গুজরাটে আঘাত হানার পরই ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যায়। ফলে পাকিস্তানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর