সোমবার, ১৯ জুন, ২০২৩ ০০:০০ টা

বাঁধ ধ্বংস করেছে রাশিয়াই

-নিউইয়র্ক টাইমস

রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ‘নোভা কাখোভকা’ জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ উড়িয়ে দেওয়া নিয়ে এখনো পরস্পরকে দুষছে মস্কো ও কিয়েভ। এ নিয়ে বিস্ফোরক তথ্য সামনে এনেছে দ্য নিউইয়র্ক টাইমস। প্রমাণ বলছে, চলতি মাসে রুশ হামলায় ‘কাখোভকা বাঁধ’ ধ্বংস হয়েছিল। প্রকৌশলী ও বিস্ফোরক বিশেষজ্ঞদের বরাতে মার্কিন সংবাদমাধ্যমটি শুক্রবার জানিয়েছে, তদন্তে প্রমাণ পাওয়া গেছে বাঁধের কংক্রিটের মাঝের একটি গিরিপথে বিস্ফোরণ ঘটানো হয়। ওদিকে ইউক্রেনের কৌঁসুলিদের তদন্তে সহায়তাকারী আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের একটি দল বলেছে, তাদের প্রাথমিক অনুসন্ধানে শুক্রবার জানা গেছে, ইউক্রেনের খেরসনে রাশিয়ার পাতা বিস্ফোরকের কারণেই খুব সম্ভবত ধ্বংস হয়েছে বাঁধটি।

সোভিয়েত যুগের ওই বাঁধ উড়িয়ে দেওয়ার জন্য ইউক্রেন রাশিয়াকে দোষারোপ করেছে। যে বাঁধটি ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়ার নিয়ন্ত্রণাধীনে ছিল। বাঁধটি ৬ জুন ধ্বংস হওয়ার পর নদীর তীরে রাশিয়া ও ইউক্রেন নিয়ন্ত্রিত এলাকায় প্রায় ৪২ হাজার মানুষ বন্যার ঝুঁকির মুখে পড়ে।

সর্বশেষ খবর