মঙ্গলবার, ২০ জুন, ২০২৩ ০০:০০ টা

আসামে বৃষ্টি থামার লক্ষণ নেই

টানা ভারী বৃষ্টিতে ভারতের উত্তর-পূর্বের রাজ্য আসামের বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। অবিরাম বৃষ্টিতে রাজ্যজুড়ে নতুন এলাকা প্লাবিত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১২ জেলায় কমপক্ষে সাড়ে ৩৩ হাজার। আসাম রাজ্য দুর্যোগব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএসডিএমএ) দৈনিক বন্যা প্রতিবেদনে বলা হয়েছে, কাছাড়, দাররাং, ধেমাজি, ডিব্রুগড়, গোলাঘাট, হোজাই, লখিমপুর, নগাঁও, নলবাড়ি, সোনিতপুর, তিনসুকিয়া এবং উদালগুড়ি জেলায় বন্যার কারণে ৩৩ হাজার ৪০০ জনেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসন বিভিন্ন জেলায় ১৬টি ত্রাণ বিতরণ কেন্দ্র ছাড়াও একটি ত্রাণ শিবির চালু করেছে। এএসডিএমএ জানিয়েছে, বন্যায় বর্তমানে ১৪২টি গ্রাম পানির নিচে রয়েছে। ১ হাজার ৫১০ দশমিক ৯৮ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। নেয়ামতিঘাটে ব্রহ্মপুত্র নদ, এনএইচ রোড ক্রসিংয়ের উপনদী পুটিমারি এবং কামপুরের কপিলি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের আবহাওয়া বিভাগ রবিবার থেকে ‘রেড’ সতর্কতা জারি করেছে। আগামী পাঁচ দিনে আসামের কয়েকটি জেলায় ‘খুব ভারী’ থেকে ‘অত্যন্ত ভারী’ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

সর্বশেষ খবর