মঙ্গলবার, ২০ জুন, ২০২৩ ০০:০০ টা

পশ্চিম তীরে ফের হামলা ইসরায়েলের, নিহত ৩

ফের পশ্চিম তীরে ভয়াবহ হামলা চালাল ইসরায়েলের সেনাবাহিনী। গতকালের এ হামলায় তিনজন ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৪ জন। এএফপি জানায়, গতকাল অধিকৃত পশ্চিম তীরে অভিযানের নামে হামলা চালায় ইসরায়েলের বাহিনী। জেনিন অঞ্চলে এই হামলায় প্রাণ হারান তিনজন। জেনিনের ডেপুটি গভর্নর, কামাল আবু-আল-রাব জানিয়েছেন, স্থানীয় সময়ে ভোর ৪টা নাগাদ ইসরায়েলি বাহিনী হামলা শুরু করে। প্রথমে জেনিনের শরণার্থী শিবিরে আক্রমণ হয়। এরপর নামাজ শেষ হওয়ার পরই তারা শহরে হামলা চালায়। সেই সময় সেখানে প্রচুর মানুষ উপস্থিত ছিলেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের শনাক্ত করেছে। তারা হলেন- খালেদ দারবিশ (২১), কাসাম সারিয়া (১৯) এবং আহমেদ সাকার (১৫)। ইসরায়েলি সামরিক বাহিনী এখন পর্যন্ত এ ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে কিছু ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, অভিযানে গিয়ে ইসরায়েলি সেনারা আহত হয়েছেন। এক ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি ইসরায়েলি হেলিকপ্টার শরণার্থী শিবিরের মধ্যে রকেট হামলা চালিয়েছে। পাশাপাশি এটি ওপর দিয়ে নজরদারি করছিল।

প্রসঙ্গত, ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধের (সিক্স ডে ওয়ার) পর থেকেই ইসরায়েল ওয়েস্ট ব্যাংক দখল করে নেয়। তারপর থেকেই সংঘাত আরও বেড়ে যায়। অধিকৃত এলাকায় একের পর এক অভিযান চালায় তেলআবিব। এদিকে দখলকৃত পশ্চিম তীরে হাজার হাজার ভবন নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। এ পরিকল্পনা চিন্তার ভাঁজ ফেলেছে যুক্তরাষ্ট্রের কপালে। ওয়াশিংটন বলছে, ইসরায়েলের এ সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের শান্তির জন্য অন্তরায়।

সর্বশেষ খবর