শিরোনাম
শুক্রবার, ২৩ জুন, ২০২৩ ০০:০০ টা

নিখোঁজ সাবমেরিনে রয়েছে মাত্র কয়েক ঘণ্টার অক্সিজেন

নিখোঁজ সাবমেরিনে রয়েছে মাত্র কয়েক ঘণ্টার অক্সিজেন

আটলান্টিকের তলদেশে হারিয়ে যাওয়া সাবমেরিনটিতে আর মাত্র কয়েক ঘণ্টার অক্সিজেনের মজুদ রয়েছে। এমন পরিস্থিতিতে সাবমেরিনটি উদ্ধারে গতকালও জোর তৎপরতা চালাচ্ছে বিভিন্ন দেশের উদ্ধারকারী দল। এদিকে সাবমেরিনটি নিখোঁজ হওয়া অঞ্চলে সমুদ্রের তলদেশ থেকে বেশ কয়েকবার শব্দ পাওয়া গেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ওই শব্দ সাবমেরিনটি থেকে এসেছে, এমনটা না-ও হতে পারে। টাইটান নামের ওই সাবমেরিনের মালিক প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ওশানগেট। আটলান্টিকের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার জন্য এক চালকসহ পাঁচ আরোহীকে বহন করছিল সাবমেরিনটি। স্থানীয় সময় গত রবিবার কানাডার নিউফাউন্ডল্যান্ডের সেন্ট জন উপকূল থেকে একটি জাহাজে করে সেটিকে টাইটানিকের ধ্বংসাবশেষের স্থলে নিয়ে ছেড়ে দেওয়া হয়। এর ১ ঘণ্টা ৪৫ মিনিটের মাথায় নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ওশানগেটের দেওয়া তথ্য বলছে, সাবমেরিনটিতে মোট ৯৬ ঘণ্টা বা চার দিনের অক্সিজেনের মজুদ ছিল। সে হিসাবে স্থানীয় সময় আজ সকাল নাগাদ অক্সিজেন শেষ হয়ে যেতে পারে। তবে এ ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। যেমন সাবমেরিনটিতে এখনো বিদ্যুৎসংযোগ আছে কি না এবং সেটির আরোহীরা কয়েক দিনে কী পরিমাণ অক্সিজেন খরচ করেছেন সেসব বিষয়। ওশানগেট আশা করছে, সাবমেরিনটি অক্ষত আছে।

সর্বশেষ খবর