শনিবার, ২৪ জুন, ২০২৩ ০০:০০ টা

পরিবেশ সচেতনতা বাড়াতে আইফেল টাওয়ারের সামনে কনসার্ট

পরিবেশ সচেতনতা বাড়াতে আইফেল টাওয়ারের সামনে কনসার্ট

২০২১ সালে বিখ্যাত গায়ক এলটন জন এ ধরনের কনসার্টে সাড়া ফেলে দিয়েছিলেন। এবার এ রকম জলসা করলেন পরিবেশ সচেতনতা বাড়াতে। ঠিক কোথায় জানেন প্যারিসে আইফেল টাওয়ারের সামনে। অবশ্যই বিশ্বজুড়ে উষ্ণায়ন এখন সবচেয়ে মাথাব্যথার কারণ। গোটা বিশ্বই এখন এর ভয়াবহতা দেখছে। ফলে পরিবেশ নিয়ে সচেতনাও বাড়ছে। কিন্তু যারা এ পরিবেশ ধ্বংসের জন্য দায়ী তারা কতটা সচেতন তা নিয়ে প্রশ্ন উঠছে। পরিবেশ সচেতনতা বাড়াতে এবার আইফেল টাওয়ারের সামনে কনসার্ট হয়েছে। এ কনসার্টের অংশ নিয়েছেন সাতবারের গ্র্যামি জয়ী বিলি আইলিশ। কনসার্টের আয়োজন করেছিল, এনজিও গ্লোবাল সিটিজেন। খোদ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যার সূচনা করেন। বিনা পারিশ্রমিকেই গান গেয়েছেন আইলিশ। পরিবেশ সচেতনতা ও উষ্ণায়ন নিয়ে বিলি আইলিশের উদ্যোগ আগেও   চর্চিত হয়েছে। এ বিখ্যাত গায়িকা নিজের প্রাইভেট জেট ব্যবহার ছেড়ে দিয়েছেন এবং তার ২০২২ সালের ‘হ্যাপিয়ার দ্যান এভার’ সফরের সময়, তিনি পুনর্ব্যবহার, ভোটার-নিবন্ধন এবং পরিবেশগত গোষ্ঠী সম্পর্কে তথ্য সরবরাহে উৎসাহিত করতে আর নিজের উদ্যোগে ‘ইকো ভিলেজ’ স্থাপন করেছিলেন। এ কনসার্টের শিরোনাম ‘পাওয়ার আওয়ার প্ল্যানেট : লাইভ ইন প্যারিস’। পরিবেশ সচেতনতা  আর উষ্ণায়ন রুখতে এর চেয়ে বড় উদাহরণ আর কি-ই বা  হতে পারে!

সর্বশেষ খবর