রবিবার, ২৫ জুন, ২০২৩ ০০:০০ টা

রাশিয়ায় তেলের ডিপোতে আগুন

রাশিয়ায় তেলের ডিপোতে আগুন

রাশিয়ার ভোরেনেজ অঞ্চলের একটি তেলের ডিপোতে আগুন লাগার ঘটনা ঘটেছে। দেশটির যে দুটি শহরের সামরিক স্থাপনা ওয়াগনার বাহিনী দখলে নিয়েছে বলে মনে করা হয় তার মধ্যে একটি হলো ভোরেনেজ। সেখানের আঞ্চলিক গভর্নর অ্যালেক্সান্ডার গুসেভ বলেছেন, আগুন নিভাতে শতাধিক কর্মী কাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তেলের ডিপোটি থেকে ব্যাপক কালো ধোঁয়া বেড় হচ্ছে। ইউক্রেন-রাশিয়ার দীর্ঘ সময়ের যুদ্ধ হঠাৎ করে ভিন্ন পথে ঘুরে গেছে। এতদিন রাশিয়াকে সমর্থন করা ওয়াগনার গ্রুপ হঠাৎ করেই পাল্টে গেছে। রুশ সেনাদের বিরুদ্ধে বিদ্রোহ করছে তারা। ইউক্রেনীয় বাহিনীর বিপক্ষে লড়াইয়ে রুশ সেনাদের সমর্থনের বদলে এবার রুশ বাহিনীর ওপরই হামলা করছে তারা।

সর্বশেষ খবর