রবিবার, ২৫ জুন, ২০২৩ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে শিশুর গুলিতে অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্রে দুই বছরের এক শিশুর গুলিতে তার অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু হয়েছে। পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় শুক্রবার ওহাইও অঙ্গরাজ্যে ওই দুর্ঘটনা ঘটে। সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই শিশুটি তার বাবার হ্যান্ডগান দিয়ে গুলি চালালে দুর্ঘটনাক্রমে সেটা তার মায়ের গায়ে লাগে। এ ঘটনায় ওই শিশুর মা (৩১) এবং তার অনাগত সন্তানের মৃত্যু হয়েছে। নরওয়াক পুলিশ ডিপার্টমেন্টের এক সংবাদ সম্মেলনে নিহত নারীর পরিচয় জানানো হয়েছে। ওই নারীর নাম লরা ইগ। তার পেছন দিকে গুলি লাগার পর তিনি নিজেই কোনো রকমে পুলিশকে ফোন করেন। সে সময় ওই নারী জানান যে, তিনি আট মাসের অন্তঃসত্ত্বা। তার স্বামীও ৯১১ নম্বরে ফোন করে সাহায্য চান।

 তিনি জানান, তার স্ত্রী তাকে ফোন করে চিৎকার করে কিছু বলছিলেন। তাদের সাহায্য প্রয়োজন।

ফোন পেয়ে সঙ্গে সঙ্গেই সেখানে পৌঁছায় পুলিশ। তারা বন্ধ দরজা ভেঙে প্রবেশ করেন। সে সময়ও জ্ঞান ছিল লরার। তার দুই বছর বয়সী সন্তান তার পাশেই ছিল এবং তাদের থেকে কিছুটা দূরে একটি হ্যান্ডগান পড়ে ছিল। সে সময় লরার অনুরোধে শিশুটিকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। ওই নারী পুরো ঘটনা পুলিশের কাছে বর্ণনা করেন। ওই নারীকে সঙ্গে সঙ্গেই হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে জরুরি ভিত্তিতে তার অপারেশন করা হয়। তবে পরবর্তীতে চিকিৎসকরা ওই নারী এবং তার সন্তানকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, তারা ওই নারীর বাড়ি থেকে হ্যান্ডগানটি জব্দ করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, ওই নারী কাজে ব্যস্ত থাকার সময়ই তার ছেলে ওই হ্যান্ডগানটি হাতে পায় এবং সেটি নিয়ে খেলতে থাকে। এক পর্যায়ে ভুল করে শিশুটি তার মাকে গুলি করে। কর্মকর্তারা আরও জানিয়েছেন, এ ঘটনার তদন্ত চলছে। এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

সর্বশেষ খবর