সোমবার, ২৬ জুন, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

মিসরের সর্বোচ্চ সম্মান পেলেন নরেন্দ্র মোদি

মিসরের সর্বোচ্চ সম্মান পেলেন নরেন্দ্র মোদি

মিসরের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘অর্ডার অব দ্য নাইল’ পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

শনিবার মিসরে পৌঁছেছেন মোদি। পরের দিন অর্থাৎ গতকাল মিসরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেন তিনি। ভারতের সঙ্গে একাধিক চুক্তিতে সই করেন মিসরের প্রেসিডেন্ট। তার পরেই মোদির হাতে তুলে দেওয়া হয় সে দেশের সর্বোচ্চ সম্মান। অর্ডার অব দ্য নাইল পুরোটাই সোনার তৈরি। এ পদকের ওপর থাকে ফারাওদের প্রতীক। যারা মিসর বা মানবতার অমূল্য সেবা প্রদান করেন তাঁদের এ সম্মান দেওয়া হয়। এ সম্মান দেওয়া হয় রাষ্ট্রপ্রধান, ক্রাউন প্রিন্স এবং ভাইস প্রেসিডেন্টদের। ১৯১৫ সাল থেকে দেওয়া হচ্ছে এ সম্মাননা। প্রসঙ্গত, এই সফরে বিখ্যাত আল হাকিম মসজিদেও গিয়েছেন মোদি। ২৬ বছরে এই প্রথমবার কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর মিসর সফর।

সর্বশেষ খবর