সোমবার, ২৬ জুন, ২০২৩ ০০:০০ টা

টরন্টোর মেয়র নির্বাচনে প্রার্থী কুকুর!

কানাডার টরন্টো শহরে দীর্ঘদিনের মেয়র পদত্যাগ করায় নতুন মেয়র নির্বাচনের প্রয়োজন দেখা দিয়েছে। পরবর্তী মেয়র কে হবেন তা জানতে শিগগিরই ভোট দিতে চলেছেন ভোটাররা। এ প্রতিযোগিতায় রেকর্ড সংখ্যক ১০২ জন প্রার্থীর মধ্যে মলি নামে একটি কুকুরও রয়েছে। উলফ-হাস্কি জাতের কুকুরটির মালিক টবি হিপস শীতের সময় শহরের রাস্তায় ‘লবণ হামলা বন্ধ’ করার প্রতিশ্রুতিতে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। টরন্টোয় মেয়র নির্বাচনে প্রার্থী হওয়া খুব কঠিন কিছু নয়। মাত্র ২৫০ কানাডিয়ান ডলার (প্রায় ২০ হাজার টাকা) এবং ২৫ জন বাসিন্দার স্বাক্ষর থাকলেই টরন্টোর যে কেউ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এখানে প্রার্থীদের কোনো রাজনৈতিক দলের মনোনয়নও প্রয়োজন হয় না। শহরটিতে ইতিহাসে প্রথম উপনির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ জুন।

সর্বশেষ খবর