শিরোনাম
বুধবার, ২৮ জুন, ২০২৩ ০০:০০ টা

পাকিস্তানে ৯ মের সহিংসতার ঘটনায় তিন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বরখাস্ত

পাকিস্তানে গত ৯ মের সহিংসতার ঘটনায় তিনজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে বরখাস্ত করেছে দেশটির সেনাবাহিনী। সোমবার পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বরখাস্ত তিন সেনা কর্মকর্তার মধ্যে একজন লেফটেন্যান্ট জেনারেল রয়েছেন। তবে বরখাস্ত তিন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার নাম উল্লেখ করেননি পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। বরখাস্ত অন্য দুই সেনা কর্মকর্তারর মধ্যে এক জন মেজর জেনারেল এবং অপরজন ব্রিগেডিয়ার। গত ৯ এবং ১০ মে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’-এর হামলা থেকে সেনার দফতর, আবাসন এবং অন্যান্য সম্পত্তি রক্ষায় ব্যর্থতার অভিযোগেই এই পদক্ষেপ বলে সেনার তরফে জানানো হয়েছে। আল কাদির ট্রাস্ট মামলায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরানকে গত ৯ মে ইসলামাবাদ হাই কোর্ট চত্বর থেকে গ্রেফতার করে পাকিস্তান রেঞ্জার্স। ইমরানের গ্রেফতারের পর গোটা দেশে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। ইমরানের মুক্তির দাবিতে নানা জায়গায় বিক্ষোভ দেখান তার দলের সমর্থকরা। দেশের নানা প্রান্তে তান্ডব এবং ভাঙচুরের মতো ঘটনা ঘটে। শুধু তাই-ই নয়, রওয়ালপিন্ডির পাকিস্তান সেনাবাহিনীর সদর দফতর, লাহোরের কোর কমান্ডারের বাড়িতে ভাঙচুর হয়।

হামলা হয় করাচি ও পেশোয়ারের সেনা শিবিরে, মিয়াঁওয়ালির বিমান ঘাঁটি, ফয়সলাবাদের আইএসআই ভবনে।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র জানান, একই ঘটনায় তিনজন মেজর জেনারেল, সাতজন ব্রিগেডিয়ারসহ ১৫ সেনা কর্মকর্তাকে শাস্তি দিয়েছেন সামরিক আদালত। ৯ মের সহিংসতার ঘটনায় বর্তমানে ১০২ ব্যক্তির বিচার সামরিক আদালতে চলছে বলে জানান মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেন, সহিংসতাকারী ও তাঁদের সহায়তাকারীদের জবাবদিহির আওতায় আনতে সামরিক আদালত অপরিহার্য।

সর্বশেষ খবর