শিরোনাম
বুধবার, ২৮ জুন, ২০২৩ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে বজ্রপাত ও টর্নেডোয় তিন মৃত্যু

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে বজ্রপাত ও টর্নেডোর তান্ডবে অন্তত তিনজন নিহত ও বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, রবিবার ইন্ডিয়ানা ও আরকানস অঙ্গরাজ্যে বেশ কয়েকটি টর্নেডো ও তীব্র ঝড় বয়ে যায়। ইন্ডিয়ানার মার্টিন কাউন্টির জরুরি পরিষেবার কর্মকর্তারা তাদের এলাকায় একজনের মৃত্যু নিশ্চিত করেছেন। অঞ্চলটির জরুরি পরিষেবার পরিচালক ক্যামেরন উলফ জানিয়েছেন, ঝড়ে দোতলা এক লগ কেবিন বিধ্বস্ত হয়ে ওই ব্যক্তি নিহত হন, তার আহত সঙ্গীকে হেলিকপ্টারযোগে হাসপাতালে নেওয়া হয়েছে। 

আরকানসর লোনক কাউন্টির শেরিফ দফতর জানিয়েছে, তীব্র ঝড়ের মধ্যে কার্লাইল এলাকায় একটি বাড়ির ওপর গাছ উপড়ে পড়ে দুইজন নিহত হয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, ইন্ডিয়ানা ও প্রতিবেশী অঙ্গরাজ্যগুলোতে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে।

 সোমবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলের প্রায় ৬ লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন বলে পাওয়ারআউটেজ.ইউএস ওয়েবসাইট জানিয়েছে।

সর্বশেষ খবর