বুধবার, ২৮ জুন, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

কৃত্রিম চিনিতে ভয়ংকর বিপদ!

কৃত্রিম চিনিতে ভয়ংকর বিপদ!

ডায়াবেটিস রোগীদের মিষ্টিজাতীয় জিনিস খাওয়া নিষিদ্ধ। ফলে সেই স্বাদ গ্রহণ করতে তারা কৃত্রিম চিনি ব্যবহার করছেন। কিন্তু গবেষণা বলছে, এই কৃত্রিম জিনিতে ভয়ংকর বিপদ! দীর্ঘদিন এই উপাদানযুক্ত খাবার খেলে নষ্ট হতে পারে ডিএনএ। এমনকি ক্যান্সারের ঝুঁকিও বেড়ে যেতে পারে কয়েকগুণ। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। সম্প্রতি যা প্রকাশিত হয়েছে জার্নাল অব টক্সিকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথে। গবেষক দলের প্রধান অধ্যাপক সুসান শিফম্যানের নেতৃত্বে গবেষণাটি চলে। রিপোর্টে বলা হয়েছে, চিনির বিকল্প হিসেবে বেকড খাবার, পানীয়, চুইংগাম, হিমায়িত দুগ্ধজাত ডেজার্টসহ বিভিন্ন খাদ্যদ্রব্যে ব্যবহৃত কৃত্রিম ‘সুইটনারে’ রয়েছে ক্ষতিকারক রাসায়নিক। লাখ লাখ মানুষ এসব খাবার খান। ডায়াবেটিক রোগীদেরও অনেকেই চিনির পরিবর্তে এই সুইটনার ব্যবহার করে থাকেন খাবারে। কিন্তু তাঁরা এর বিপদ সম্পর্কে একেবারেই অবগত নন। ফলে অজান্তেই মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে তাঁদের। গবেষকদের দাবি, কৃত্রিম সুইটনারে থাকা রাসায়নিক এতটাই ক্ষতিকর যে, দীর্ঘদিন ব্যবহারে ক্ষতিগ্রস্ত হতে পারে ডিএনএ। এমন কী চিনির চেয়ে অন্তত ৬০০ গুণ বেশি মিষ্টি, জিরো ক্যালোরি সমৃদ্ধ এই সুইটনার লাগাতার খেলে শরীরে বাসা বাঁধতে পারে ক্যান্সার। 

গবেষণা বলছেন, কৃত্রিম সুইটনারে থাকে সুক্রালোজ। মানবদেহে এই সুক্রালোজ-৬-অ্যাসেটেট নামক যৌগে ভেঙে যায়। যা আমাদের অন্ত্রের আস্তরণের ক্ষতি করতে পারে। অধ্যাপক সুসান শিফম্যান প্রেস বিবৃতিতে বলেছেন, বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে সুক্রালোজ অন্ত্রের ক্ষতি করে। সে কারণে আমরা দেখতে চেয়েছিলাম, কীভাবে সেই ক্ষতি হয়। গবেষণায় যা পাওয়া গিয়েছে, তা অবাক করেছে আমাদের। তিনি বলেন, সুক্রালোজ-৬-অ্যাসিটেট যৌগটি প্রদাহ, অক্সিডেটিভ স্ট্রেস এবং ক্যান্সারের সঙ্গে যুক্ত জিনগুলোকে সক্রিয় করে তোলে। মানবদেহের টিস্যু ব্যবহার করা হয়েছে আমাদের গবেষণায়। ফলে এই গবেষণালব্ধ ফলটি সরাসরি মানবদেহের সঙ্গে সম্পর্কযুক্ত।

সর্বশেষ খবর