সোমবার, ৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

কাঁদলেন টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধারকারী দলের প্রধান

পর্যটকবাহী ডুবোযান টাইটানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া উদ্ধারকারী দলের প্রধান এ অভিযান নিয়ে বলতে গিয়ে আবেগাপ্লুুত হয়ে পড়েছেন। উদ্ধারকারী দল পেলাজিক রিসার্চ সার্ভিসেসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এড ক্যাসানো গত শুক্রবার একটি সংবাদ সম্মেলন করেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রতিষ্ঠানটির সদর দফতরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ক্যাসানো বলেন, এ অভিযানে অংশ নেওয়া তার দলের সদস্যরা আবেগপ্রবণ হয়ে পড়েছেন। উত্তর আটলান্টিকের তলদেশে থাকা টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে ১৮ জুন রওনা দিয়ে যোগাযোগবিচ্ছিন্ন হয় টাইটান। পরে যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার হওয়া ধ্বংসাবশেষের মধ্যে টাইটানের ল্যান্ডিং ফ্রেম ও রিয়ার কভার আছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সর্বশেষ খবর