মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

মোদির হুমকির পরই মহারাষ্ট্রে এনসিপিতে ভাঙন

মোদির হুমকির পরই মহারাষ্ট্রে এনসিপিতে ভাঙন

ভারতের মহারাষ্ট্রে শিবসেনায় ভাঙন ধরানোর এক বছরের মধ্যে এবার ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) ভেঙে রাজ্যে জোট সরকার আরও মজবুত করে নিল বিজেপি। গত রবিবার বিকালে নাটকীয়ভাবে রাজভবনে গিয়ে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন এনসিপি পরিষদীয় দলের নেতা অজিত পাওয়ার। শারদ পাওয়ারের ভাইপো অজিতের সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নেন আরও আট এনসিপি বিধায়ক। অজিত পাওয়ার দাবি করেন, দলের মোট ৫৩ বিধায়কের মধ্যে তার দিকে অন্তত ৪০ জনের সমর্থন রয়েছে। শপথ গ্রহণের পর তিনি বলেন, ‘গোটা এনসিপিই তার সঙ্গে। দলের নাম ও প্রতীক নিয়েই তারা ভোটে লড়বেন।’ অজিতের দাবি, শিবসেনার সঙ্গে জোট বেঁধে তারা সরকারে ছিলেন, কাজেই বিজেপির সঙ্গে জোট বাঁধা নিয়ে প্রশ্ন ওঠাই উচিত নয়। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মযজ্ঞে শামিল হতে চান বলেই এ সিদ্ধান্ত। লক্ষণীয়, যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরে কয়েক দিন আগে মধ্যপ্রদেশে দলীয় বৈঠকে এনসিপির নাম করে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘দলটি ভ্রষ্টাচারে ভরা।

সর্বশেষ খবর