মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

যুক্তরাজ্য, লিথুয়ানিয়া ফিনল্যান্ড যাচ্ছেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই মাসে যুক্তরাজ্যে কূটনৈতিক বৈঠক, লিথুয়ানিয়ায় ন্যাটো শীর্ষ সম্মেলন এবং শেষে মার্কিন-নর্ডিক নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফিনল্যান্ড যাচ্ছেন। হোয়াইট হাউসের উদ্ধৃতি দিয়ে এএফপি রবিবার এ কথা জানায়। বাইডেন ৯ জুলাই ব্রিটেনের উদ্দেশে রওনা হবেন, সেখানে তিনি রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি ১১-১২ জুলাই ভিলনিয়াসে ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগদান শেষে মার্কিন-নর্ডিক নেতাদের শীর্ষ সম্মেলনের জন্য হেলসিঙ্কিতে এক দিনের সফর করবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার বলেন, তিনি মনে করেন রুশ সামরিক অভিযানের বিরুদ্ধে লড়াইরত তার দেশ, এ মাসেই একটি গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনে যুদ্ধ শেষে ন্যাটোতে যোগদানের ‘আমন্ত্রণ’ পাবে।

 

সর্বশেষ খবর