শিরোনাম
বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

শ্রেণিকক্ষে মুঠোফোন নিষিদ্ধ করবে নেদারল্যান্ডস

শ্রেণিকক্ষে মুঠোফোন নিষিদ্ধ করবে নেদারল্যান্ডস। দেশটির সরকার মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। শ্রেণিকক্ষে পড়ালেখার ওপর প্রযুক্তিপণ্যের ক্ষতিকর প্রভাব রুখতে ডাচ সরকার পদক্ষেপটি নিতে যাচ্ছে। নেদারল্যান্ডস সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মুঠোফোন, ট্যাব ও স্মার্টওয়াচ শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শিক্ষণের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এ প্রেক্ষাপটে আগামী বছর থেকে শ্রেণিকক্ষে এসব প্রযুক্তিপণ্য আনার অনুমতি দেওয়া হবে না। সিদ্ধান্তটির যৌক্তিকতা সম্পর্কে ডাচ সরকার বলেছে, পাঠগ্রহণের ওপর মুঠোফোনের ক্ষতিকর প্রভাবের বিষয়ে ক্রমবর্ধমানভাবে প্রমাণ পাওয়া যাচ্ছে। এ কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় ঠিকমতো মনোনিবেশ করতে পারে না। তাদের কর্মক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয়। এ প্রেক্ষাপটে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে শ্রেণিকক্ষে মুঠোফোনের পাশাপাশি ট্যাবলেট ও স্মার্টওয়াচ আনার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে নেদারল্যান্ডস সরকার। নিষেধাজ্ঞা বাস্তবায়নে স্কুল কর্তৃপক্ষকে নিজস্ব উপায় খুঁজতে বলছে সরকার। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে অক্টোবরের মধ্যে একটি অভ্যন্তরীণ নিয়ম করতে স্কুল কর্তৃপক্ষকে সরকার নির্দেশনা দিচ্ছে।

সর্বশেষ খবর