শিরোনাম
বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সুপারমুন এ সপ্তাহে স্বাভাবিকের তুলনায় উজ্জ্বল থাকবে যে কারণে

সোমবার সন্ধ্যায় যদি আমরা আকাশের দিকে তাকিয়ে থাকি তাহলে চাঁদ আমাদের কাছে স্বাভাবিকের তুলনায় কিছুটা বড় আর উজ্জ্বল বলে মনে হয়েছে। জুলাই মাসের এই সুপারমুন বা পূর্ণ চাঁদ তিন দিন পর্যন্ত দেখা যাবে বলে জানিয়েছে নাসা। বাকমুন বা হরিণচাঁদ নামে পরিচিত এই চাঁদ পৃথিবীর চারপাশে নিজের কক্ষপথে স্বাভাবিকের চেয়ে কাছাকাছি থাকবে। এর কারণ হচ্ছে পৃথিবীর মহাকর্ষ শক্তির টানের কারণে চাঁদের কক্ষপথ একটি নিখুঁত বৃত্ত নয়। বরং এটি একটি দীর্ঘায়িত বৃত্ত বা ডিম্বাকৃতির মতো বা উপবৃত্তাকার। এ কারণে চাঁদ তার ২৭.৩২ দিনের কক্ষপথে এমন একটি সময়ে পৌঁছায় যখন এটি পৃথিবীর কাছাকাছি থাকে এবং অন্য সময়ে এটি পৃথিবী থেকে আরও দূরে সরে যায়। সুপারমুন তখনই ঘটে যখন চাঁদ তার কক্ষপথে পৃথিবীর সবচেয়ে নিকটতম বিন্দুতে থাকে এবং তার ভরা পূর্ণিমা পর্ব চলে।

রয়্যাল অবজারভেটরি এর তথ্যানুসারে, স্থানীয় আমেরিকান সংস্কৃতি অনুযায়ী জুলাই মাসের এই চাঁদটিকে বাকমুন বা হরিণচাঁদ নামকরণ করা হয়েছে। কারণ এ মাসে পুরুষ হরিণের শিংগুলো পরিপূর্ণভাব বৃদ্ধি পায়। এ সময়ে পুরুষ হরিণগুলোর শিং ঝরে পড়ে আবার নতুন করে গজায়।

সর্বশেষ খবর