শনিবার, ৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

নওয়াজ শরিফ বেকসুর খালাস

নওয়াজ শরিফ বেকসুর খালাস

প্রাইভেট প্রপার্টিবিষয়ক মামলা থেকে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএলএন) প্রধান নওয়াজ শরিফকে খালাস দিয়েছেন আদালত। পাকিস্তানের জবাবদিহিতাবিষয়ক ব্যুরোর এক আদালত বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ রাজনৈতিক প্রতিহিংসার শিকার। একই সঙ্গে তার সব সম্পদকে অবমুক্ত করে দিতে জাতীয় জবাবদিহিতাবিষয়ক ব্যুরোকে (এনএবি) নির্দেশ দিয়েছেন আদালত। ২৪ শে জুন নওয়াজকে এ মামলায় খালাস দেওয়া হলেও বৃহস্পতিবার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।

অনলাইন জিও নিউজ জানায়, পাকিস্তানের সাবেক সরকারের পক্ষে একটি রেফারেন্সের মাধ্যমে নওয়াজকে রাজনৈতিক প্রতিহিংসার ভিকটিম বানানো হয়। তাকে অপরাধী ঘোষণার ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অবলম্বন করা হয়নি। বৃহস্পতিবার ৩৭ বছরের প্রাইভেট প্রপার্টিবিষয়ক মামলা থেকে পিএমএলএন প্রধান নওয়াজ শরিফকে খালাস দেওয়ার রায়ে এসব কথা ঘোষণা করেন আদালত। এনএবির ওই আদালতের রায়ে তখনকার ক্ষমতাসীন সামরিক জান্তার পক্ষে রায় দেওয়া হয়েছিল নওয়াজের রাজনৈতিক ও সম্পদের ক্ষতি করার জন্য। একই সঙ্গে তার রাজনৈতিক ক্যারিয়ার এবং সুনাম নষ্ট করার চেষ্টা করা হয়েছে। অথচ নওয়াজ শরিফ তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। আদালত তার রায়ে এনএবি এবং রাজস্ব বোর্ডকে নওয়াজ শরিফ এবং তার ২৭টি শেয়ারহোল্ডারের সম্পদ অবমুক্ত করে দেওয়ার নির্দেশ দেন। রায়ে বলা হয়, নওয়াজ শরিফকে অপরাধী প্রমাণ করতে বাধ্যতামূলক শর্ত অনুসরণ করা হয়নি। তাকে যেভাবে অপরাধী ঘোষণা করা হয়েছে, তা অবৈধ। এতে বলা হয়, রেকর্ড বলছে মিয়া মুহাম্মদ নওয়াজ শরিফ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। সম্ভবত এনএবি কর্তৃপক্ষ তখনকার সামরিক জান্তার পক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর