শনিবার, ৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও কঠোর করছে যুক্তরাজ্য

ইরানের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ব্রিটেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাজ্যের মাটিতে মানবাধিকার লঙ্ঘন ও বৈরী কর্মকান্ডের অভিযোগ এনেছে লন্ডন। বৃহস্পতিবার এক ঘোষণায় এ কথা জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আরও পদক্ষেপ সন্নিবদ্ধ রয়েছে। আমি সেসব পদক্ষেপ গ্রহণ করতে চাই না, তবে সেসব পদক্ষেপ গ্রহণ করব কী করব না, সে বিষয়ে দৃঢ় সিদ্ধান্ত ইরান সরকারের নিজের হাতে রয়েছে। এদিকে বৃহস্পতিবার তেহরানে নিযুক্ত ব্রিটেনের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ইসাবেলা মার্শকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপবিষয়ক মহাপরিচালকে তলব করেন। ইরান শান্তিপূর্ণ পথে পরমাণু কর্মসূচি পরিচালনা করতে ব্যর্থ হয়েছে বলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তেহরানকে অভিযুক্ত করে ব্রিটিশ রাষ্ট্রদূত বক্তব্য দেওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যেই চার্জ দ্য অ্যাফেয়ার্স ইসাবেলা মার্শকে তলব করা হলো।

সর্বশেষ খবর