শনিবার, ৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

এবার নাবলুসে ইসরায়েলি অভিযান, নিহত ২

পশ্চিম তীরে আবারও ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন দুই ফিলিস্তিনি নাগরিক। এবার হামলা হয়েছে নাবলুস শহরে। এর আগে জেনিনে ইসরায়েলের নজিরবিহীন হামলায় বিধ্বস্ত হয়েছে গোটা শহরটি। সেই উত্তেজনার রেষ কমতে না কমতেই এবার হামলা চালাল ইসরায়েল। আল-জাজিরা জানিয়েছে, নিহত দুই ফিলিস্তিনি তরুণের নাম হামজা মকবুল এবং খাইরি শাহীন। গতকাল সকালে নাবলুসে এ অভিযান  চালায় ইসরায়েল। দেশটি জানিয়েছে, তারা আল-আকসা ব্রিগেডের সদস্যদের ধরতে এ অভিযান চালিয়েছে। নিহতরা এ সংগঠনের সদস্য কি না তা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি। তারা নাবলুসের একটি পুরনো বাড়িতে অবস্থান করছিলেন। ইসরায়েলি সেনারা বাড়ির ভিতরে ঢুকে তাদের গুলি করে হত্যা করে।

পশ্চিম তীরে ইসরায়েলি সেনা নিহত : পশ্চিম তীরে অবৈধ এক বসতির কাছে এক ফিলিস্তিনির গুলিতে এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর পাল্টা হামলায় ওই বন্দুকধারীকেও হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। বৃহস্পতিবার এসব ঘটেছে।   ফিলিস্তিনি সশস্ত্রগোষ্ঠী হামাস বৃহস্পতিবার ইসরায়েলি সেনাদের ওপর হামলার দায় স্বীকার করেছে। এ হামলা জেনিনে চালানো ইসরায়েলের দুই দিনের অভিযানের প্রতিক্রিয়া, বলেছে তারা।

সর্বশেষ খবর