শিরোনাম
রবিবার, ৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল ৫০০ শিশুসহ ৯ হাজারের বেশি মানুষের : জাতিসংঘ

৫০০ দিনের বেশি সময় ধরে সংঘাত চললেও এখনো যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল ৫০০ শিশুসহ ৯ হাজারের বেশি মানুষের : জাতিসংঘ

ইউক্রেনে রুশ আগ্রাসনের ৫০০ দিন পূর্তি উপলক্ষে লন্ডনের ইউক্রেনীয় ক্যাথলিক ক্যাথেড্রালে গতকাল ইউক্রেনীয়দের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় -এএফপি

রুশ বাহিনীর বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনে যুদ্ধ-সংঘাতে ৯ হাজারের বেশি বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। এর ৫০০ই শিশু। এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলায় বেসামরিক হতাহতের ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। ৫০০ দিনের বেশি সময় ধরে ইউক্রেনে সংঘাত চলছে। যুদ্ধ থামার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া।

শুক্রবার ইউক্রেনে জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশন (এইচআরএমএমইউ) এক বিবৃতিতে জানিয়েছে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫০০ শিশুসহ ৯ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে জাতিসংঘের প্রতিনিধিরা এর আগে বলেছেন, নিহতের প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে। এইচআরএমএমইউয়ের উপপ্রধান নোয়েল ক্যালহোন বলেন, ‘আজ আমরা যুদ্ধের আরেকটি ভয়ংকর মাইলফলক চিহ্নিত করেছি, যা ইউক্রেনে বেসামরিক নাগরিক হতাহতের একটি ভয়াবহ সংখ্যা।’ পর্যবেক্ষণ সংস্থাটি বলছে, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর চলতি বছরের প্রথম কয়েক মাসে হতাহতের সংখ্যা কিছুটা কম থাকলেও মে ও জুনে আবারও বেড়েছে। ২৭ জুন চার শিশুসহ ১৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। পূর্ব ইউক্রেনের ক্রামাতোরৎস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয় তারা। গত শুক্রবার পশ্চিমাঞ্চলীয় লাভিভ শহরে একটি ভবনের ধ্বংসাবশেষ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার সকালে হামলায় কমপক্ষে ৩৭ জন আহত হয়। ইউক্রেনে প্রতিদিনই হামলা চালাচ্ছে রাশিয়া। অন্যদিকে ইউক্রেনের জন্য অতিরিক্ত ৫০ কোটি ইউরো বা ৫৪ কোটির বেশি ডলারের সহায়তা প্যাকেজ প্রস্তুত করছে ন্যাটো। শুক্রবার ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জোটের মহাসচিব জেনস স্টলটেনবার্গ। তিনি বলেন, ন্যাটোর দেশগুলো ইউক্রেনের জন্য জ্বালানি, খুচরা যন্ত্রাংশ, চিকিৎসা সরঞ্জাম, ডিমাইনিং সরঞ্জাম, পন্টুন সেতুসহ ৫০ কোটি ইউরো সহায়তার একটি নতুন জরুরি প্যাকেজ প্রস্তুত করছে। এএফপি

সর্বশেষ খবর