শিরোনাম
রবিবার, ৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

শিকে সতর্কবার্তা বাইডেনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের জেরে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রুশ প্রেসিডেন্টের সঙ্গে বন্ধুত্ব চীনের অর্থনীতিতে বিপর্যয় বয়ে আনতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। শুক্রবার মার্কিন বার্তাসংস্থা সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘(চীনের প্রেসিডেন্ট) শি জিন পিংয়ের সঙ্গে সম্প্রতি আমার কথা হয়েছে। তাকে আমি বলেছি, রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকে এ পর্যন্ত ৬০০ মার্কিন কোম্পানি রাশিয়া থেকে নিজেদের ব্যাবসায়িক কার্যক্রম হয় বন্ধ করেছে, নয়তো বন্ধ করতে বাধ্য হয়েছে।’ ‘এর আগে একবার জিন পিং আমাকে বলেছিলেন, আপনার দেশের অর্থনীতি অনেকাংশে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের বিনিয়োগের ওপর নির্ভরশীল। আমি তাকে তার সেই বক্তব্য স্মরণ করিয়ে দিয়ে সতর্ক থাকতে বলেছি।’ ‘এটা কোনো হুমকি ছিল না। আমি কোনো হুমকি দিইনি, কেবল আমার পর্যবেক্ষণ তুলে ধরেছি তার কাছে।’ রয়টার্স

সর্বশেষ খবর