শিরোনাম
রবিবার, ৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বেলারুশে চলে যাওয়ার প্রস্তুতি ওয়াগনার যোদ্ধাদের

রাশিয়ার সেনাবাহিনীর নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করে বিশ্বজুড়ে হইচই ফেলে দেওয়া ইয়েভগেনি প্রিগোজিনের ওয়াগনার বাহিনী চুক্তি অনুযায়ী বেলারুশে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ভাড়াটে সেনা গ্রুপটির একজন শীর্ষ কমান্ডার। গত বছর ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সবচেয়ে মারাত্মক অস্ত্র হয়ে উঠেছিল প্রিগোজিনের ওয়াগনার বাহিনী।

কিন্তু ২৩ জুন হঠাৎ প্রিগোজিন রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বসেন এবং রাতারাতি ইউক্রেন থেকে সীমান্ত পেরিয়ে রাশিয়ার দক্ষিণের একটি নগরী দখলের পর মস্কো অভিমুখে যাত্রা শুরু করেন। পর দিন দিনভর যাত্রা করে ১ হাজার কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করে মস্কোর ২০০ কিলোমিটারের মধ্যে পৌঁছে গিয়েছিল বিদ্রোহী ওয়াগনার বাহিনী। শেষ পর্যন্ত অবশ্য বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় ওই বিদ্রোহের অবসান হয়েছে এবং বিদ্রোহীদের কোনো সাজার মুখে পড়তে হবে না বরং তাদের রাশিয়া ছেড়ে বেলারুশে চলে যেতে দেওয়া হবে এ শর্তে একটি চুক্তি হয়েছে।

সর্বশেষ খবর