সোমবার, ১০ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ন্যাটোর শীর্ষ সম্মেলন ঘিরে লিথুয়ানিয়ায় রণসজ্জা

ন্যাটোর শীর্ষ সম্মেলন ঘিরে লিথুয়ানিয়ায় রণসজ্জা

রাশিয়ার একেবারে নাকের ডগায় শুরু হতে যাচ্ছে ন্যাটোর শীর্ষ বার্ষিক সম্মেলন। রুশ সীমান্ত থেকে মাত্র ১৯১ কিলোমিটার দূরে লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে এ সম্মেলন হচ্ছে। মঙ্গল ও বুধবার দুই দিনের এ সম্মেলন ঘিরে রণসাজ সেজেছে লিথুয়ানিয়া। উন্নত প্রতিরক্ষাব্যবস্থা দ্বারা পুরো ভিলনিয়াস শহরকে রীতিমতো সুরক্ষিত দুর্গে পরিণত করেছে ন্যাটো। শীর্ষ এ সম্মেলনটির নিরাপত্তায় মোট প্রায় ১ হাজার সেনা পাঠিয়েছে ন্যাটোর ১৬ দেশ। রাজধানী ভিলনিয়াসে প্যাট্রিয়ট দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। এতে বৈঠকের স্থানটি একটি দুর্গে পরিণত হয়েছে। সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ অন্যান্য পশ্চিমা নেতারা বৈঠকে বসবেন।  

জানা গেছে, সম্মেলন উপলক্ষে স্পেন মোতায়েন করতে যাচ্ছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ফ্রান্স থেকে আসছে হাউই, ফিনল্যান্ড এবং ডেনমার্ক সামরিক জেট স্থাপন করছে লিথুয়ানিয়ায়। ফ্রান্সের পাশাপাশি ড্রোনবিরোধী প্রযুক্তি সরবরাহ করছে যুক্তরাজ্য। পোল্যান্ড এবং জার্মানি পাঠিয়েছে বিশেষ অপারেশন বাহিনী।

লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিটানাস নৌসেদা বলেন, ‘বাইডেন এবং ৪০টি দেশের নেতারা আসার কারণে আমাদের আকাশকে অরক্ষিত রাখা বোকামি হবে।’ লিথুয়ানিয়া, এস্তোনিয়া এবং লাটভিয়ার বাল্টিক দেশগুলো এক সময় মস্কোর শাসনের অধীনে ছিল।

 তবে ২০০৪ সালের পর থেকে এসব দেশ ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যোগ দেয়। রয়টার্স

সর্বশেষ খবর