সোমবার, ১০ জুলাই, ২০২৩ ০০:০০ টা

স্বাধীন তিব্বতের দাবি থেকে সরে আসছেন দালাইলামা?

স্বাধীন তিব্বতের দাবি থেকে সরে আসছেন দালাইলামা। ‘চিরশত্রু’ চীনের সঙ্গে আপসেরই বার্তা দিয়ে এই আভাস দিয়েছেন দালাইলামা।

শনিবার ভারতের ধর্মশালায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাফ জানালেন, তিব্বতের সমস্যা নিয়ে তিনি চীনের সঙ্গে কথা বলতে রাজি। এমনকি, চীনই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এ নিয়ে তার সঙ্গে কথা বলতে চাইছে বলেও দাবি করেন দালাইলামা। এ অবস্থায় প্রশ্ন দেখা দিয়েছে স্বাধীন তিব্বতের দাবি থেকে পিছু হটছেন তিব্বতি ধর্মগুরু?

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সবচেয়ে আশার কথা যে, চীন এখন অনেকটাই পাল্টে গেছে।

আমরা আর স্বাধীনতা চাইছি না। আমরা চীনেরই অংশ। চীনের সঙ্গেই থাকব। বরং চাইব, তিব্বতিদের বিশেষ আইডেন্টিটিকে গুরুত্ব দিক চীন।’ ১৯৫৯ সালে কিন্তু চীনা অভিযানের মুখে পড়েই তিব্বত ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন দলাইলামা। সে সময় থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

সর্বশেষ খবর