বুধবার, ১২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটেও মমতা ম্যাজিক

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে ম্যাজিক অব্যাহত রাখছেন মমতা ব্যানার্জি। জয়ের দিকে এগিয়ে চলেছে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। শনিবার রাজ্যটির ২২ জেলার মধ্যে দার্জিলিং এবং কালিম্পং জেলায় দ্বিস্তরীয় ভোট (গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি) এবং বাকি ২০টি জেলায় ত্রিস্তরীয় (গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ) ভোট গ্রহণ হয়। ভোট নেওয়া হয় ৩৩১৭টি গ্রাম পঞ্চায়েত (৬৩,২২৯ আসন), ৩৪১টি পঞ্চায়েত সমিতি (৯৭৩০ আসন) এবং ২০ জেলা পরিষদে (৯২৮ আসন)।

গতকাল ছিল তার গণনা। গোটা রাজ্যে গ্রাম পঞ্চায়েতের ৬৩,২২৯ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ৩২০০০, বিজেপি ৬০০০, বামফ্রন্ট ২০০০, কংগ্রেস ১৩০০ এবং আইএসএফ ও অন্যরা ১৬০০ এর বেশি আসনে জয় পেয়েছে।

রাজ্যের পঞ্চায়েত সমিতির ৯৭৩০ আসনের মধ্যে তৃণমূল ১২০০, বিজেপি ৬, বামফ্রন্ট ৪ পেলেও কংগ্রেস একটিও পায়নি। অন্যদিকে ২০ জেলা পরিষদের ৯২৮ আসনে রাত ৯টা দেখা গেছে তৃণমূল পেয়েছে ৬০টি। তখনো অন্য কোনো দল একটিও আসন পায়নি। যদিও এ দিন ফল ঘোষণা হওয়ার অনেক আগে থেকেই জেলায় জেলায় জয়ের আনন্দে মেতে ওঠে তৃণমূলের কর্মী-সমর্থকরা।

সর্বশেষ খবর