বুধবার, ১২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

১৭ হাজার শিক্ষকের বেতন স্থগিত

তিউনিশিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করায় ১৭ হাজার শিক্ষকের বেতন বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে ৩৫০ স্কুলের অধ্যক্ষকে বরখাস্ত করা হয়েছে। রয়টার্স জানায়, দেশটির প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক-তৃতীয়াংশ শিক্ষক এখন বেতন পাচ্ছেন না। আন্দোলনের জেরে বেতন স্থগিত করার এ সিদ্ধান্ত তিউনিশিয়ার প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০ শতাংশ শিক্ষক ক্ষতিগ্রস্ত হতে পারেন। তিউনিশিয়ার সরকার বলছে, দেশের ভয়াবহ অর্থনৈতিক সমস্যার মধ্যে শিক্ষকদের বেতন বাড়ানোর দাবি মেনে নেওয়া যায় না। দেশটির শিক্ষামন্ত্রী মোহাম্মদ আলী বোগদিরি বলেন, স্কুলের শিক্ষার্থীদের গ্রেড না দেওয়া কার্যত একটি বিপর্যয়ের ঘটনা।

সর্বশেষ খবর