বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

আবারও দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। দেশটির প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপান বিষয়টি নিশ্চিত করেছে। টোকিওর তরফ থেকে এ নিয়ে তীব্র প্রতিবাদও জানানো হয়েছে। এর আগে গত সোমবার ও মঙ্গলবার উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল, তাদের আকাশসীমায় মার্কিন গোয়েন্দা বিমান নজরদারি চালাচ্ছে। এ কার্যক্রম দ্রুত বন্ধ না করলে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল দেশটি। এর এক দিনের মাথায় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পিয়ংইয়ং। জাপান জানিয়েছে, গতকাল সকালে পূর্ব উপকূল থেকে মিসাইলটি ছোড়ে উত্তর কোরিয়া। এটি ৭৪ মিনিট ধরে আকাশে ছিল। প্রায় ৬ হাজার কিলোমিটার উঁচুতে উঠে আবার ফিরে আসে মিসাইলটি। এরপর উৎক্ষেপণের স্থান থেকে ১ হাজার কিলোমিটার দূরের টার্গেটে আঘাত হানে। এর আগে কোনো উত্তর কোরিয়ার মিসাইল এত সময় ধরে আকাশে ওড়েনি।

দেশটি দিন দিন রকেট প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে এই উৎক্ষেপণ তাই প্রমাণ করছে।

সর্বশেষ খবর