শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

পানি থই থই ভারতের দিল্লিসহ উত্তরের একাধিক রাজ্যে

কলকাতা প্রতিনিধি

পানিতে থই থই করেছ ভারতের রাজধানী দিল্লি। যমুনা নদীতে ২০৮.৬ মিটার পানি বেড়ে যাওয়ায় রাজধানীতে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় আরও ত্বরান্বিত করেছে হাথনিকুন্দ বাঁধের পানি ছেড়ে দেওয়া। অপেক্ষাকৃত নিচু জায়গা থেকে দুর্গত মানুষদের সরিয়ে নিরাপদে নিয়ে যাওয়ার সরকারি প্রচেষ্টা চলছে। এখন পর্যন্ত প্রায় ১৭ হাজার মানুষকে উঁচু জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। পানি জমে যাওয়ায় দিল্লির ওয়াজিরাবাদ, ওখলা এবং চন্দ্রওয়াল- এ তিনটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বেশ কিছু এলাকায় খাবার পানির সমস্যা দেখা দিয়েছে।

সর্বশেষ খবর