শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

অবশেষে সু চির সঙ্গে থাই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

অবশেষে সু চির সঙ্গে থাই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সামরিক অভ্যুত্থানে ক্ষমতা হারানো মিয়ানমারের বেসামরিক নেত্রী অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করেছেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রমুদউইনাই। যদিও এই সাক্ষাৎ হয়েছে রবিবার কিন্তু বিষয়টি জানা গেছে গতকাল। ক্ষমতা হারানো ও সামরিক কারাগারে যাওয়ার পর সু চির সঙ্গে এটাই প্রথম কোনো বিদেশি কর্মকর্তার সাক্ষাৎ। ডন প্রমুদউইনাই বুধবার রাজধানী জাকার্তায় বলেন, সু চি সংলাপে উৎসাহী। অবশ্যই মিয়ানমারের সমস্যা সমাধানে একটি পথ খুঁজে পেতে চেষ্টা করছি আমরা। মিয়ানমারে গণতন্ত্রপন্থি জনপ্রিয় নেত্রী সু চি। গণতান্ত্রিকভাবে তিনি নির্বাচিত হয়েছিলেন।

সর্বশেষ খবর