শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

প্রধানমন্ত্রী হওয়া অনিশ্চিত, ভোটের মুখে থাই নেতা

থাইল্যান্ডের নির্বাচনে জয়ী হওয়া সংস্কারপন্থি নেতা পিটা লিমজারোয়েনরাত প্রধানমন্ত্রী হওয়ার জন্য পার্লামেন্টে এক ভোটাভুটির মুখোমুখি হতে যাচ্ছেন। মে মাসে তার দল নির্বাচনে জয়লাভ করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাঁকে সেনা কর্মকর্তাদের দ্বারা মনোনীত আইনপ্রণেতাদের সমর্থন পেতে হবে। এই সমর্থন না পেলে তিনি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবেন না। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন ৩৭৬ ভোট। জোটগতভাবে পিটার পক্ষে এখন পর্যন্ত ৩১২টি ভোট রয়েছে।  বিবিসি জানায়, পার্লামেন্টে গতকাল এই ভোটের আয়োজন করা হয়।  পিটাকে আইনি জটিলতার মুখেও পড়তে হয়েছে। আদালতে তাকে অযোগ্য করার আবেদন জানানো হয়েছে।

সর্বশেষ খবর