শনিবার, ১৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ইউরোপজুড়ে দাবদাহ

ভাঙতে পারে তাপমাত্রার রেকর্ড

ইউরোপজুড়ে দাবদাহ

ইউরোপে বয়ে চলছে ব্যাপক তাপপ্রবাহ। দেখা দিয়েছে খরা। শুকিয়ে যাচ্ছে নদী ও জলাশয়। স্পেনের ক্যাস্টিলা লা মাঞ্চা অঞ্চলের ডাইমিয়েলে প্রায় শুকিয়ে যাওয়া একটি নদীতে সামুদ্রিক শৈবাল কেটে পরিষ্কার করছেন একদল মানুষ -এএফপি

ভয়ংকর দাবদাহের কবলে পড়েছে গোটা ইউরোপ মহাদেশ। দিন যত যাচ্ছে মহাদেশটির বেশির ভাগ অংশে ততই তীব্র হচ্ছে দাবদাহ। এর ফলে আগামী দিনে তাপমাত্রার রেকর্ড ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করছে ইউরোপের আবহাওয়া বিভাগ। স্পেন, ফ্রান্স, গ্রিস, ক্রোয়েশিয়া ও তুরস্কের কিছু অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই করছে। আর ইতালিতে তাপমাত্রা ৪৫ পেরোবে যে কোনো মুহূর্তে। দেশটির ফ্লোরেন্স ও রোমসহ ১০টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এর মধ্যে ব্রিটেনের আবহাওয়া কার্যালয় যা জানিয়েছে, তাতে আতঙ্কে গোটা ইউরোপ। ব্রিটেনের আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার (আজ) তাপমাত্রা সর্বোচ্চ শিখরে পৌঁছবে! দক্ষিণ ইউরোপের বিশাল অংশজুড়ে সেই তাপমাত্রা ৪০ ডিগ্রি থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। কোথাও কোথাও তাপমাত্রা এর বেশিও হতে পারে। এই দাবদাহ আরও কয়েকদিন পর্যন্ত চলতে পারে। দুই দিন আগে ইতালির উত্তরাঞ্চলে এক ব্যক্তি মারা গেছেন। ইতালির সংবাদমাধ্যম জানিয়েছে, ৪৪ বছর বয়সী ওই শ্রমিক মিলানের কাছে লোদি শহরে জেব্রা ক্রসিং লাইনে রঙের কাজ করছিলেন। এ সময় গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। এ ছাড়া রোমে এক ব্রিটিশ নাগরিকসহ বেশ কয়েকজন পর্যটক হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।

সর্বশেষ খবর