শনিবার, ১৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা পেলেন নরেন্দ্র মোদি

ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা পেলেন নরেন্দ্র মোদি

ফ্রান্সের সর্বোচ্চ সম্মান ‘গ্র্যান্ড ক্রস অব দ্য লেজিয়ঁ’ সম্মানে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ১৮০২ সালে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট চালু করেছিলেন এ সম্মান। বৃহস্পতিবার দুদিনের সফরে ফ্রান্সে পৌঁছান প্রধানমন্ত্রী। প্রথম দিনেই মোদিকে ওই সম্মদনা প্রদান করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। গতকাল ছিল ফ্রান্সের জাতীয় দিবস বা বাস্তিল ডে। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরেন্দ্র মোদি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি টুইট করেছেন, ‘বন্ধুত্বকে আরও এগিয়ে নিয়ে গেল উষ্ণ অভ্যর্থনা। ফ্রান্সের সর্বোচ্চ সম্মান ‘গ্র্যান্ড ক্রস অব দ্য লেজিয়ঁ’ সম্মানে প্রধানমন্ত্রী মোদিকে সম্মানিত করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট।’

বৃহস্পতিবার সন্ধ্যায় অনাবাসী ভারতীয় প্রবাসীদের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদি। তিনি ঘোষণা করেন, ভারতের নগদহীন লেনদেনের প্রযুক্তি ইউপিআই ব্যবহার করতে চলেছে ফ্রান্স। সেজন্য চুক্তিও সম্পন্ন হয়েছে। ভারতের দ্রুত গতির উন্নয়নের রূপরেখা তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদি। তিনি জানান, বিশ্ব এগিয়ে যাচ্ছে নতুন দিকে। ভারতের শক্তি এবং ভূমিকার খুব দ্রুত পরিবর্তন হচ্ছে।

সর্বশেষ খবর