শনিবার, ১৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

চাঁদে গেল ভারতের নভোযান

বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ভারতকে চাঁদে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে মহাকাশে রওনা হয়েছে চন্দ্রযান-৩। গতকাল স্থানীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিট ১৭ সেকেন্ডে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে এ মহাকাশযানের সফল উৎক্ষেপণ হয়। ঐতিহাসিক এ মুহূর্তের সাক্ষী হতে ভারতের শতকোটি মানুষের চোখ ছিল টেলিভিশন আর সোশ্যাল মিডিয়ায়। আগ্রহ নিয়ে নজর রেখেছেন বিশ্বের অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীরাও। স্থানীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিটে উৎক্ষেপণ করা হয় চন্দ্রায়ন ৩-এর। ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো) এটি তৃতীয় বড় প্রকল্প। ভারতের সবচেয়ে শক্তিশালী রকেট গাইসোক্রোনাস লঞ্চ ভেহিকেল মার্ক ৩-কে মহাকাশে বয়ে নিয়ে যাচ্ছে।

চন্দ্রযান-৩-এর ল্যান্ডার ২৩ বা ২৪ আগস্ট চাঁদে অবতরণ করবে বলে আশা করছেন ইসরোর বিজ্ঞানীরা।

এর আগে কেবল যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও চীনের মহাকাশযান নিরাপদে চাঁদের মাটিতে নামতে পেরেছে। ভারতীয়দের জন্য এমন উপলক্ষের দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছিলেন ফ্রান্স সফরে। সেখান থেকে তিনি টুইট করেন, ‘ভারদের মাহাকাশ অভিযানের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল চন্দ্রযান-৩।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর