রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে ভুট্টা খেত থেকে শত শত স্বর্ণমুদ্রা উদ্ধার

যুক্তরাষ্ট্রে ভুট্টা খেত থেকে শত শত স্বর্ণমুদ্রা উদ্ধার

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে একটি ভুট্টা খেতের মাটির নিচে সাত শতাধিক স্বর্ণমুদ্রার মজুদ পাওয়া গেছে। এগুলো যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের (১৮৬১-১৮৬৫) সময়কার। উদ্ধার হওয়া এসব স্বর্ণমুদ্রা এখন বিক্রির জন্য তোলা হবে। ধারণা করা হচ্ছে, এগুলো লাখ লাখ ডলার মূল্যে বিক্রি হবে। চলতি বছরের শুরুর দিকে বন্ডুগ্রাস স্টেটের একটি খামারে স্বর্ণমুদ্রাগুলো পাওয়া গেছে। ওই খামারের কর্তৃপক্ষ এবং স্বর্ণমুদ্রাগুলো বিক্রির দায়িত্ব পাওয়া কোম্পানি সূত্রে জানা গেছে, স্বর্ণমুদ্রার ওই মজুদকে গ্রেট কেন্টাকি হোর্ড নামে ডাকা হচ্ছে। তবে ঠিক কোন জায়গা থেকে এ স্বর্ণমুদ্রাগুলো উদ্ধার করা হয়েছে এবং যে ব্যক্তি এগুলোর সন্ধান পেয়েছেন, তার পরিচয় প্রকাশ করা হয়নি। উদ্ধার স্বর্ণমুদ্রাগুলো বিক্রির দায়িত্ব পেয়েছে গভমিন্ট ডটকম। ওই ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি মাটি খুঁড়ে স্বর্ণমুদ্রাগুলো বের করছেন।

সর্বশেষ খবর