রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ম্যাক্রোঁকে সেতার, ব্রিজিতকে শাড়ি উপহার দিলেন মোদি

ম্যাক্রোঁকে সেতার, ব্রিজিতকে শাড়ি উপহার দিলেন মোদি

রাষ্ট্র কিংবা সরকারপ্রধানরা বিদেশ সফরে গেলে সে দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানের জন্য উপহার নিয়ে যান। দেশে আসা বিদেশি অতিথিদেরও নানা উপহার দেওয়া হয়। এটাই কূটনৈতিক শিষ্টাচার ও রেওয়াজ। বাস্তিল দিবসের কর্মসূচিতে অতিথি হিসেবে অংশ নিতে ফ্রান্স সফর করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও তাঁর স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁর জন্য এ সফরে মোদি কী উপহার নিয়ে গিয়েছিলেন, তা নিয়ে চলছে আলোচনা।

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে, এবারের ফ্রান্স সফরে মোদির নিয়ে যাওয়া প্রতিটি উপহারে ভারতীয় ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়া ছিল। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে ভারতীয় বাদ্যযন্ত্র সেতারের একটি রেপ্লিকা উপহার দিয়েছেন মোদি। এটি চন্দনকাঠের তৈরি। দক্ষিণ ভারতের প্রাচীন কারুকাজে শোভিত সেতারটিতে সরস্বতী ও গণেশের প্রতিকৃতি রয়েছে। সেই সঙ্গে রয়েছে ভারতের জাতীয় পাখি ময়ূরের প্রতিকৃতি। ফার্স্ট লেডি ও ম্যাক্রোঁপত্নী ব্রিজিতের জন্য মোদির উপহার ছিল ঐতিহ্যবাহী ভারতীয় সিল্কের শাড়ি। তেলেঙ্গানা রাজ্যের পচামপলিতে বানানো হয়েছে শাড়িটি। চন্দনকাঠের তৈরি কারুকাজশোভিত একটি বাক্সে ভরে বেগুনি রঙের সিল্ক শাড়িটি ব্রিজিতের হাতে তুলে দেন মোদি।

সর্বশেষ খবর