রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

যমুনার উপচে পড়া পানিতে স্থবির দিল্লি

কয়েকদিনের রেকর্ড বৃষ্টি ও হরিয়ানা রাজ্যের হাতিনিকুন্ড ব্যারাজের অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় যমুনা নদীর পানি রেকর্ড উচ্চতায় উঠে সৃষ্ট বন্যায় স্থবির হয়ে রয়েছে দিল্লি। নগরীটি যখন মারাত্মক বন্যার সঙ্গে লড়াই করছে তখন দেশটির আবহাওয়া দফতর আগামী কয়েকদিন রাজধানীতে আরও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে।

শুক্রবার দিল্লির কয়েকটি অংশে হাল্কা বৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এর মধ্যে আরও বৃষ্টি হলে বন্যার সঙ্গে অতিরিক্ত পানি যোগ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে, তাতে পরিস্থিতির আরও অবনতি হবে। যমুনার পানির উচ্চতা ৪৫ বছরের রেকর্ড ভাঙার পর শনিবার সকালে কিছুটা নেমে ২০৭ দশমিক ৬৮ মিটার উচ্চতায় ঠেকেছে। তবে এতে দিল্লির তলিয়ে থাকা কয়েকটি এলাকার পরিস্থিতিতে তেমন প্রভাব পড়েনি। ১৯৭৮ সালে দিল্লির ভিতর দিয়ে বয়ে যাওয়া যমুনার পানি ২০৭ দশমিক ৪৯ মিটার উচ্চতায় উঠেছিল, গত সপ্তাহে ওই রেকর্ড ভেঙে নদীটির পানি ২০৮ দশমিক ৬৬ মিটার উচ্চতায় ওঠে। বন্যায় দিল্লির রাস্তাগুলো ছোট নদীতে পরিণত হয়েছে।

সর্বশেষ খবর