সোমবার, ১৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা

এবার গুচ্ছ বোমা ব্যবহারের হুমকি পুতিনের

এবার গুচ্ছ বোমা ব্যবহারের হুমকি পুতিনের

পুতিন

‘আমি উল্লেখ করতে চাই যে, রাশিয়ান ফেডারেশনের কাছে বিভিন্ন ধরনের গুচ্ছ বোমার পর্যাপ্ত মজুদ আছে। আমরা সেগুলো এখনো ব্যবহার করিনি। কিন্তু এ ধরনের বোমা যদি আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়, তাহলে অবশ্যই প্রত্যুত্তর দেওয়ার অধিকার আমাদের আছে।’ এ ঘোষণা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। রুশ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। সাক্ষাৎকারটি গতকাল প্রচার করা হয়েছে। তাতে এক প্রশ্নের উত্তরে পুতিন বলেছেন, ‘অবশ্যই, তারা যদি আমাদের বিরুদ্ধে (ক্লাস্টার বোমা) ব্যবহার করে আমরাও পাল্টা পদক্ষেপ হিসেবে এগুলো ব্যবহারের অধিকার রাখি।’ ইউক্রেনে পাঠানো গোলাবারুদের মজুদ ফুরিয়ে আসছে উল্লেখ করে সম্প্রতি দেশটিকে সহায়তায় ক্লাস্টার বোমা পাঠানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই অংশ হিসেবে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়তে এই বোমার চালান হাতেও পেয়েছে জেলেনস্কির বাহিনী। বিতর্কিত বোমা পাঠানোয় ব্যাপক ক্ষুব্ধ ক্রেমলিন। যুক্তরাষ্ট্রের মিত্ররাও বাইডেনের এমন পদক্ষেপে খুশি হতে পারেনি। এ বোমা সরবরাহের বিপক্ষে তারা। পুতিন অবশ্য জানিয়েছেন, গুচ্ছ বোমা ব্যবহারকে তিনি অপরাধ হিসেবে দেখেন। বিশ্বের প্রায় ১০০টির অধিক দেশে গুচ্ছ বোমা নিষিদ্ধ। এ বোমা বিস্তৃত এলাকায় এলোপাতাড়িভাবে মানুষ খুন করতে পারে। আবার অনেক সময় এসব বোমা পড়ার পর বিস্ফোরিত হয় না। ফলে দশকের পর দশক ধরে এগুলো বেসামরিক নাগরিকদের, বিশেষ করে শিশুদের বিপদের ঝুঁকি হিসেবে থেকে যায়। কিয়েভ জানিয়েছে, এটি নিজেদের ভূখন্ড পুনর্দখলের লড়াইয়ে শত্রুসেনাদের অবস্থানের ঘনত্ব কমাতে গুচ্ছ বোমা ব্যবহার করবে, তবে রাশিয়ার ভূখন্ডের ভিতরে এ বোমা ব্যবহার করা হবে না।

 

 

সর্বশেষ খবর