মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

চীনে তাপমাত্রা সর্বকালের রেকর্ড ভাঙল

পরিবেশ বিপর্যয়ে সবচেয়ে বেশি দায়ী করা হয় যুক্তরাষ্ট্র ও চীনকে। এ পরিবেশ বিপর্যয়ের সবচেয়ে বড় প্রভাবও দেখল চীন। ছয় মাসের ব্যবধানে চীন তাদের ইতিহাসের সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড দেখল। বছরের শুরুর দিকে তীব্র ঠান্ডায় কাঁপছিল দেশটির কিছু এলাকা। একপর্যায়ে তাপমাত্রা (মাইনাস) ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। সেই ঘটনার রেশ না কাটতেই সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড দেখল। তাপমাত্রা উঠেছে ৫২ ডিগ্রি সেলসিয়াসে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গতকাল জানায়, রবিবার জিনজিয়াংয়ের সানবাও শহরের তুরপান ডিপ্রেশন এলাকায় তাপমাত্রা সর্বোচ্চ ৫২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে ২০১৫ সালে রেকর্ডটি ছিল আয়দিং এলাকার কাছে সর্বোচ্চ ৫০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

চীনের আগের সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়ে গেছে। আট বছর আগে তাপমাত্রা রেকর্ড করেছিল চীনের আবহাওয়া কর্তৃপক্ষ। গত এপ্রিল থেকে চীনসহ এশিয়ার বিভিন্ন দেশ, গোটা ইউরোপ ও আমেরিকা দফায় দফায় রেকর্ডভাঙা তাপপ্রবাহের মুখে পড়েছে। ফলে জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

সর্বশেষ খবর