মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ফের কাজ শুরু করেছে নীতি পুলিশ

ইরানে নারীদের পোশাকবিধি মেনে চলা নিশ্চিত করতে দেশটির নীতি পুলিশ আবার টহল শুরু করেছে। নীতি পুলিশের এক মুখপাত্র রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন। যথাযথ হিজাব না পরার অভিযোগে গত সেপ্টেম্বরে মাসা আমিনী নামের এক তরুণীকে তেহরানে আটক করেছিল ‘নীতি পুলিশ’। আটকের পর তিনি অসুস্থ হয়ে পড়েন ও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ ঘটনার পর বিক্ষোভে ফুঁসে ওঠে গোটা ইরান। অনেক প্রাণহানির ঘটনা ঘটে। দেশজুড়ে এমন বিক্ষোভের পর নীতি পুলিশের টহল বন্ধ রাখা হয়েছিল। এর প্রায় ১০ মাস পর আবারও চালু হলো এই বাহিনী। ইরানের পুলিশ জানিয়েছে, প্রথমে নীতি পুলিশ ঠিকমতো হিজাব পরার জন্য স্থানীয় রাস্তাঘাটে চলাচল করা নারীদের সতর্ক করবে। ইরানের শরিয়া আইন অনুযায়ী, নারীদের মাথা ও চুল ঢেকে রাখা বাধ্যতামূলক। তাদের এমন লম্বা ও ঢিলেঢালা পোশাক পরতে হবে, যাতে শরীরের গঠন বোঝা না যায়।

সর্বশেষ খবর