বুধবার, ১৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সম্পর্ক জোড়া লাগছে সিরিয়া ও তুরস্কের

তুরস্ক ও সিরিয়া প্রতিবেশী দুই দেশ। তবে তাদের মধ্যে সম্পর্ক খুব একটা মধুর নয়। তুরস্কের প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে নানা অভিযোগ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের। আসাদ সরকারকে উৎখাতের নানা চেষ্টাও করে তুরস্ক। তবে সেই নেতিবাচক সম্পর্কের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। তিনি জানান, তুরস্ক দামেস্কের সঙ্গে শান্তি আলোচনার দরজা বন্ধ করে দেয়নি। বরং তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত রয়েছেন। প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রশ্নে সোমবার ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন এরদোগান। তুর্কি প্রেসিডেন্ট তিন দিনের সফরে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন। এ সফরের আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন তুর্কি প্রেসিডেন্ট।

সর্বশেষ খবর