বুধবার, ১৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

আমাদের ফেভারিট রাহুল গান্ধী

রাহুলের প্রশংসায় মমতা

কর্ণাটকে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের দুর্দান্ত ফলের পর থেকেই বিজেপিবিরোধী জোটের হাওয়া আরও জোরালো হয়েছিল। দীর্ঘদিনের সংঘাত দূরে সরিয়ে কর্ণাটক জয়ের জন্য রাহুল গান্ধীকে অভিনন্দন জানিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলছিল সম্পর্ক জোড়া লাগার কৌশল নির্ধারণ। আগামী বছর ভারতের সাধারণ বা লোকসভা নির্বাচন। ভারতীয় জনতা পার্টিকে লোকসভা নির্বাচনে কড়া টক্কর দিতে দীর্ঘদিন ধরেই এক ছাতার নিচে আসার চেষ্টা করছে দেশটির বিরোধী দলগুলো।

অবশেষে সোমবার বেঙ্গালুরুতে বিরোধী দলগুলো দুই দিনের সম্মেলনে বসল। আগে যেখানে রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে তৃণমূলের বড় আপত্তি ছিল, সেখানে রাহুলের উপস্থিতিতেই পটনায় বিরোধী শিবিরের বৈঠকে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। সেই মঞ্চেই গতকাল মমতার মুখে রাহুল গান্ধীরই প্রশংসা শোনা গেল।

এ দিন বেঙ্গালুরুতে বিরোধী শিবিরের বৈঠকের পর প্রথমে বক্তব্য রাখেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তার পরেই বক্তব্য রাখতে ডাকা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। বক্তব্যের শুরুতে মঞ্চে উপস্থিত সব দলের নেতাদের সম্বোধন করেন। প্রথমে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পর রাহুল গান্ধীর নাম নেন তৃণমূল নেত্রী। অন্য নেতাদের শুধু নাম ধরে সম্বোধন করলেও রাহুলের ক্ষেত্রে মমতা বলেন, ‘আমাদের ফেভারিট রাহুল গান্ধী।’

সর্বশেষ খবর