বুধবার, ১৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ইরানে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

ইরানে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। সোমবার দেশটিতে ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বুশেহেরের আসালুয়েহ জেলার পার্সিয়ান গালফ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। যুক্তরাষ্ট্রের ইউএস স্টর্মওয়াচের কর্মকর্তা কলিন ম্যাকার্থি জানান, বলেন, সোমবার দুপুরে পার্সিয়ান গালফ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার তাপমাত্রা ছিল ৬৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বা ১৫২ ডিগ্রি ফারেনহাইট মানুষ, উদ্ভিদ ও অন্যান্য প্রাণীর জন্য এ তাপমাত্রা অসহনীয়।

সর্বশেষ খবর