বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ০০:০০ টা

প্রধানমন্ত্রী হওয়ার আগেই পার্লামেন্টে সাসপেন্ড পিটা

প্রধানমন্ত্রী হওয়ার আগেই পার্লামেন্টে সাসপেন্ড পিটা

থাইল্যান্ডের সংস্কারবাদী নেতা পিটা লিমজারাটকে সে দেশের পার্লামেন্ট থেকে সাসপেন্ড করা হয়েছে। এতে তার দেশটির প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা এখন প্রায় শেষ হয়ে গেছে বলেই মনে করা হচ্ছে। মুভ ফরোয়ার্ড পার্টির নেতা পিটা লিমজারাটের বিরুদ্ধে আনা মামলা শুনানি করতে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত রাজি হওয়ার পরই এ আদেশটি জারি করা হয়। নতুন প্রধানমন্ত্রী বেছে নিতে গতকালই দেশটির পার্লামেন্টে দ্বিতীয়বারের মতো ভোট হওয়ার কথা।

পিটার বিরুদ্ধে নির্বাচনী আইনভঙ্গের অভিযোগে করা একটি মামলা গতকাল দেশটির সাংবিধানিক আদালত গ্রহণ করেন। পরে আদালত পিটার পার্লামেন্টের সদস্যপদের ওপর অস্থায়ী স্থগিতাদেশ দেন। এ বিষয়ে জবাব দেওয়ার জন্য পিটা ১৫ দিন সময় পাবেন বলে এক বিবৃতিতে উল্লেখ করেছেন আদালত।

সর্বশেষ খবর