শিরোনাম
বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ০০:০০ টা

গ্রেফতারের শঙ্কায় ট্রাম্প

গ্রেফতারের শঙ্কায় ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ক্যাপিটল হিলে ২০২১ সালের ৬ জানুয়ারির দাঙ্গা এবং ২০২০ সালের নির্বাচনী ফলকে চ্যালেঞ্জ করার চেষ্টার ঘটনায় ফেডারেল তদন্তে তিনি গ্রেফতার হতে পারেন। মঙ্গলবার ট্রাম্প তার ট্রুথ স্যোশাল প্ল্যাটফর্মে জানান, বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথের কাছ থেকে তিনি গত রবিবার রাতে একটি চিঠি পেয়েছিলেন। তাতে জানানো হয়েছিল, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দেওয়ার চেষ্টার ঘটনায় তিনি গ্র্যান্ড জুরির তদন্তের টার্গেট। অর্থাৎ ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনতে কাজ করছেন কৌঁসুলিরা। তেমন হলে ট্রাম্প কেন্দ্রীয় সরকারের ফৌজদারি অভিযোগের মুখে পড়তে চলেছেন এমন আলাতম স্পষ্ট। চিঠিতে গ্র্যান্ড জুরির সামনে হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার জন্য মাত্র চার দিন সময় দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ট্রাম্প। স্বল্প সময়ের এমন সমনের ক্ষেত্রে প্রায় সবসময়ই গ্রেফতার কিংবা অভিযোগ দাখিল হয়ে থাকে।

সিএনএন জানায়, ট্রাম্পের আইনজীবী দল এখনো আনুষ্ঠানিকভাবে এ সমনে সাড়া দেয়নি। তাদের কাছে স্মিথের চিঠি অপ্রত্যাশিত ছিল। স্মিথ যে এ মাসেই এমন পদক্ষেপ নেবেন তা তারা ধারণা করেননি।

সর্বশেষ খবর