বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ০০:০০ টা

নরেন্দ্র মোদির স্বপ্নের চিতা প্রকল্পে আঘাত!

নরেন্দ্র মোদির স্বপ্নের চিতা প্রকল্পে আঘাত!

‘প্রকল্প চিতা’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রোজেক্ট। ভারতে চিতার পরিমাণ বাড়ানোর জন্য ২০২২ সালে তার জন্মদিনে ভারত সরকারের উদ্যোগে সুদূর আফ্রিকার নামিবিয়া থেকে উড়িয়ে নিয়ে আসা হয়েছিল কয়েকটি স্বাস্থ্যবান চিতাকে। চিকিৎসকদের দীর্ঘ তত্ত্বাবধানে থাকার পর মধ্যপ্রদেশের কুনো অভয়ারণ্যে খোলামেলা পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছিল তাদের। কিন্তু হঠাৎ করে মাত্র এক বছরের মধ্যেই প্রায় মড়ক লেগে যাওয়ার মতো অবস্থা! কুনো অভয়ারণ্যে মারা যাচ্ছে একের পর এক চিতা। মধ্যপ্রদেশের অভয়ারণ্যে থেকে বারবার তাদের মৃত্যু ঘটায় চিন্তায় রয়েছেন পশু স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে চিকিৎসকরা পরীক্ষা করে দেখেছেন প্রত্যেকটি চিতার ঘাড়ে এক অদ্ভুত রকমের সংক্রমণ হচ্ছে, যার নাম ‘মাগোট ইনফেকসন’। যার প্রভাবে ধীরে ধীরে মৃত্যু হচ্ছে এই প্রাণীগুলোর। গত বছরের ২৭ মার্চ থেকেই মৃত্যু শুরু হয়েছে। জুলাই মাস পর্যন্ত মোট পাঁচটি চিতা মারা গেছে। এখনো তিনটি চিতার ঘাড়ে ম্যাগট সংক্রমণ ধরা পড়েছে। ধারণা করা হচ্ছে, চিতাগুলোর গলায় যে রেডিও কলার পরানো হয়েছিল সেগুলি থেকেই সংক্রমণ ঘটছে কি না সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু ধরা যায়নি।

সর্বশেষ খবর