বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ০০:০০ টা

অর্থ পাচারের দায়ে পানামার সাবেক প্রেসিডেন্টের কারাদন্ড

বিদেশে অর্থ পাচারের কারণে পানামার সাবেক প্রেসিডেন্ট রিকার্ডো মার্টিনেজকে ১০ বছরেরও বেশি সময়ের কারাদন্ড দিয়েছেন দেশটির আদালত। আগামী বছর পানামায় প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনে রিকার্ডো মার্টিনেজের অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু আদালতের রায়ে সেই পরিকল্পনা জোর ধাক্কা খেল। মঙ্গলবার অর্থ পাচারের দায়ে তাকে ১২৮ মাসের ওই কারাদন্ড দিয়েছেন পানামার আদালত। পাশাপাশি ১৯.২ মিলিয়ন ডলার জরিমানাও করা হয়েছে। রায় ঘোষণার পর ৭১ বছরের সাবেক প্রেসিডেন্টের আইনজীবী জানান, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। আপিল মামলায় হেরে গেলে রিকার্ডো মার্টিনেজ আর নির্বাচনে অংশ নিতে পারবেন না। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত পানামার প্রেসিডেন্ট ছিলেন মার্টিনেজ।

সর্বশেষ খবর