শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

নিউজিল্যান্ডে নারী ফুটবল বিশ্বকাপ শুরুর আগে গুলিতে নিহত ২

নিউজিল্যান্ডের অকল্যান্ডে নারী ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের কয়েক ঘণ্টা আগে এক বন্দুকধারীর গুলিতে অন্তত দুজন নিহত হয়েছেন। গতকাল এ ঘটনায় বন্দুকধারীরও মৃত্যু হয়েছে এবং পুলিশ কর্মকর্তাসহ আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স জানিয়েছেন, এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে বিবেচনা করা হচ্ছে না। বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট পরিকল্পনা অনুযায়ী শুরু হবে। পুলিশের পক্ষ থেকে আর কোনো ঝুঁকি নেই বলে জনগণকে আশ্বস্ত করা হচ্ছে। এ হামলার ঘটনায় কোনো রাজনৈতিক বা আদর্শিক উদ্দেশ্য শনাক্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী হিপকিন্স। এবারের নবম নারী ফুটবল বিশ্বকাপের সহআয়োজক হয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা উপলক্ষে অকল্যান্ড হাজার হাজার পর্যটক ও আন্তর্জাতিক খেলোয়ারকে স্বাগত জানিয়েছে।

বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। গুলির ঘটনার পর অকল্যান্ডের কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকায় প্রচুর অস্ত্রধারী পুলিশ মোতায়েন করা হয়। এলাকাটির কাছেই ওয়াটারফ্রন্ট ও ফান পার্ক। অকল্যান্ডের মেয়র ওয়েন ব্রাউন জানিয়েছেন, ফিফার কর্মী এবং ফুটবল টিমগুলোর সবাই নিরাপদ ও সুরক্ষিত আছেন। 

সর্বশেষ খবর